উলিপুরে ১১ বছর টিসিবি পণ্য বিক্রি বন্ধ

প্রকাশ | ১৬ মে ২০১৯, ০০:০০

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুরে টিসিবি ডিলার না থাকায় ১১ বছর ধরে ছোলা বুট, সয়াবিন তেল, লবণ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি বন্ধ রয়েছে। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির সাধারণ মানুষ এক সময় উলিপুর হাটের খোলা বাজারে বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের পণ্য বাজারের চেয়ে কম মূল্যে ক্রয় করে পবিত্র রমজান মাসে চাহিদা মেটাত। উলিপুরে টিসিবি ডিলার মেসার্স মজিবর রহমান সরকার ও মেসার্স চাঁদমিয়া ট্রেডার্সের মালিক মজিবর রহমান ও চাঁদ মিয়া জানান ২০০১ সালের পর আর কোনো পণ্য তোলা হয়নি। তারা জানান ওই পণ্যের যে কমিশন সরকার প্রদান করেন আর পণ্য পরিবহনের খরচই তার চেয়ে অনেক বেশি। ফলে টিসিবির পণ্য তোলা বাদ দিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের বলেন, উলিপুরে ডিলার আছে কি না খোঁজ নিয়ে জানাবেন। তবে না থাকলে নতুন ডিলার নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হবে।