ধানকাটা শ্রমিক সংকটে শাহজাদপুরের কৃষকরা

প্রকাশ | ১৬ মে ২০১৯, ০০:০০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুরের ধানকাটা শ্রমিক সংকটে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। শাহজাদপুর উপজেলায় শুরু হয়েছে ইরি-বোরো ধান কাটা। কয়েকদিনের মধ্যে পুরোদমে শুরু হবে ধান কাটা ও মাড়াই উৎসব। তবে গত বছরের মতো এবারও বোরো ধান কাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। চড়াদামেও মিলছে না ধান কাটা শ্রমিক। শ্রমিক না পাওয়া গেলে জমির ধান জমিতেই থেকে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ১৩টি ইউনিয়নে ২০ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে সোনালি ফসল। ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তবে ধান কাটা ও মাড়াই শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা শঙ্কা আর হতাশায় ভুগছেন। দু-চারজন শ্রমিক পাওয়া গেলেও দৈনিক ৫শ থেকে সাড়ে ৭শ টাকা করে মজুরি দিতে হচ্ছে। এতে কৃষকের খরচের টাকাই উঠবে না বলে জানিয়েছেন অনেকে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বোরো ধানের দাম তুলনামূলক খুবই কম। প্রকারভেদে প্রতি মণ ধান ৫শ টাকা থেকে সাড়ে ৬শ টাকা দরে বিক্রি হচ্ছে।