চিতলমারীতে ভেজাল বিরোধী অভিযান

প্রকাশ | ১৭ মে ২০১৯, ০০:০০

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে। বুধবার জেলা কালেক্টরেট-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুজ্জামান ও মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাদ্যদ্রব্য তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার এবং পরিবেশ আইনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেন। এর মধ্যে ভিন্ন নামে লাইসেন্স ব্যবহার করায় মেসার্স মুক্তা মেডিকেল হলকে ১০ হাজার টাকাসহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।