তিন জেলায় ৩ লাশ উদ্ধার

প্রকাশ | ১৭ মে ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় গত দুই দিনে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ার ভেড়ামারায় ব্যবসায়ীর মরদেহ, চাঁদপুরের ফরিদগঞ্জে যুবকের লাশ, রাজশাহীর গোদাগাড়ীতে সপ্তম শ্রেণির ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর : ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার কুমারখালীতে শামীম আহমেদ নামে এক মুরগি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বিশ্বাসপাড়া পুকুরপাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম রামনগর গ্রামের কাজী বজলুর রহমানের ছেলে। কুমারখালী থানার ওসি কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ব্যাপারে কুমারখালী থানায় একটি অপমৃতু্য দায়ের করা হয়েছে। ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে থেকে জামাল উদ্দিন নামে এক যুবক শশুড় বাড়িতে মৃতু্যর ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর পাঠিয়েছে। জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার গুদামঘর এলাকার কিতাব উদ্দিনের ছেলে জামাল উদ্দিন আট বছর পূর্বে ফরিদগঞ্জের চাঁদপুর গ্রামের মৃত নুরমোহাম্মদ বেপারীর মেয়ে শিরিন আক্তারকে বিয়ে করেন। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। বুধবার সন্ধ্যায় জামাল উদ্দিন শুশুর বাড়িতে আসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রম্নত তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই মৃতু্যর ঘটনায় এলাকায় গুঞ্জন শুরু হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। গোদাগাড়ী (রাজশাহী) : রাজশাহীর গোদাগাড়ী সরমংলা খাঁড়ীতে গাছের সাথে দঁড়িতে ঝুলন্ত অবস্থায় জসিম নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। তিনি উপজেলার শাহাব্দিপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার মৃত দেহ উদ্ধার করে গোদাগাড়ী মডেল থানায় নিয়ে যায়। থানার ওসি (তদন্ত) মো. হাসমত আলী জানান, 'প্রথমে আমরা তার নাম পরিচয় জানতে না পারলেও পরে তা জানতে সক্ষম হই। পরে তার মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।' ওসি আরো জানান, তিনি বুধবার রাত ১০টার দিকে বাড়ি হতে বাবা-মার প্রতি অভিমান করে বের হয়ে যান। থানায় ইউডি মামলা হবে বলে জানান ওসি।