ঝিনাইদহের কেন্দ্রীয় বারোয়ারী পূজা মন্দির পরিদর্শনের সময় পূজা কমিটির সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান -যাযাদি
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, 'আমরা বিশ্বাস রাখতে চাই, সংখ্যালঘুদের নিয়ে আর কোনো রাজনৈতিক বাণিজ্য যাতে না হয়। মন্দিরে হামলা করে অন্য কারো ওপর দায় চাপানোর যে অপসংস্কৃৃতি, অপ-রাজনীতি এটা যাতে করা না হয়। ঢাকা থেকে আসার সময় স্যোশাল মিডিয়া ফেসবুকে দেখছিলাম, দেশের তিনটি মন্দিরে হামলা করার সময় হাতেনাতে ধরা পড়েছে তিন ব্যক্তি। একটি জায়গা হিন্দু সম্প্র্রদায়ের একজন সদস্য ও দুই জায়গায় আওয়ামী লীগের দুইজন সদস্য। সাধারণ মানুষ বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এরা ধরা না পড়লে হয়তো রাজনৈতিক অপব্যাখ্যা দেওয়া হতো।'
শুক্রবার রাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বারোয়ারী পূজা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সে সময় হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি নারায়ণ চন্দ্র, বারোয়ারী পূজা মন্দিরের সভাপতি বিকাশ রায়, সাধারণ সম্পাদক সাধন সরকারসহ মন্দির কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।