হিলি স্থলবন্দরে কার পাস ব্যবস্থা চালু

প্রকাশ | ১৮ মে ২০১৯, ০০:০০

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
হাকিমপুরের হিলি স্থলবন্দরে বৃহস্পতিবার 'কার পাস' পদ্ধতির আওতায় 'হিলি পাস'র উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান। বেনাপোল কাস্টমস হাউসের পর ২য় কোনো বন্দরে এটি চালু করা হলো। এ উপলক্ষে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে রংপুর কাস্টমস এক্সাইড ও ভ্যাট কমিশনারেট মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রংপুর অতিরিক্তি কমিশনার কাস্টমস্‌ এক্সাইড ও ভ্যাট কমিশনারেট মো. আব্দুল মান্নান সরদার, ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন সিইও লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, হিলি স্থলবন্দর কাস্টমস্‌ যুগ্ম কমিশনার মীর আবু আব্দুলস্না সাদাত প্রমুখ। , হাকিমপুর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যানে হারুন-উর-রশিদ হারুন, হিলি কাস্টমস্‌ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ সরদার প্রমুখ।