অভয়নগরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশ | ১৮ মে ২০১৯, ০০:০০

অভয়নগর (যশোর) সংবাদদাতা
ভিজিডি এর চাল আত্মসাতের দায়ে যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তারকে চেয়ারম্যান পদ হতে সাময়িকভাবে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য শেখ গোলাম হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। গত মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উলেস্নখ করা হয়েছে, যশোর জেলার অভয়নগর উপজেলাধীন ৬নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আক্তারের বিরুদ্ধে ভিজিডি উপকারভোগী ২৬০ জনের ২০১৭-২০১৮ অর্থবছরের ডিসেম্বর, ২০১৮ মাসের সর্বমোট ৭ হাজার ৮শ মেট্রিক টন চাল উত্তোলন করে উপকারভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করার অভিযোগে অভয়নগর থানায় দন্ডবিধির ৪০৯ ধারাসহ দুর্নীতি দমন আইন ১৯৪৭ এর ৫ (ডি) ধারায় দায়েরকৃত মামলা নং-১১, তারিখ- ১৬/০১/২০১৯ বিজ্ঞ আদালত কর্তৃক আমলে নেয়ায় তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়, মর্মে সরকার মনে করে। সেহেতু অভয়নগর উপজেলাধীন ৬নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল আক্তার কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৪ (১) ধারা অনুযায়ী উলিস্নখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো। এ ব্যাপারে গতকাল শুক্রবার সকালে চেয়ারম্যান বাবুল আক্তারের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, প্রজ্ঞাপনের বিষয়ে বাবুল আক্তারকে অবহিত করা হয়েছে।