বেইলি ব্রিজ দেবে যান চলাচল বন্ধ

প্রকাশ | ১৯ মে ২০১৯, ০০:০০

বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে -যাযাদি
বাসাইল-টাঙ্গাইল সড়কের নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি দেবে গেছে। এ জন্য শনিবার সকাল ৯টা থেকে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ব্রিজটির দুই পাশে। বর্তমানে এই ব্রিজটির দুই পাশে গাড়ি রেখে যাত্রীরা হেঁটে যাতায়াত করছেন। জানা যায়, ব্যস্ততম সড়কটির নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত ব্রিজটি গত ১৩ ফেব্রম্নয়ারি দেবে যায়। পরের দিন ১৪ ফেব্রম্নয়ারি ব্রিজটির ওপর সংশ্লিষ্টরা বেইলি ব্রিজ নির্মাণ করেন। এই ব্রিজটি পুনরায় শনিবার দেবে যায়। এ ব্যাপারে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, 'বেইলি ব্রিজটির পাটাতন হেলে পড়েছে। পরে কর্তৃপক্ষ বেইলি ব্রিজটির পাটাতন মেরামত শুরু করেছে। সন্ধ্যার মধ্যেই মেরামতের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।'