রংপুরে ৬ শতাধিক সরকারি প্রাথমিক স্কুল ঝুঁকিপূর্ণ

প্রকাশ | ১৯ মে ২০১৯, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর নগরীর ২০ ওয়ার্ডে উত্তর মুলাটোল এলাকায় সরকারি প্রাথমিক স্কুলটির অবস্থা খুবই নাজুক। জরাজীর্ণ শ্রেণি কক্ষে চলছে পাঠদান। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমন অবস্থায় রয়েছে রংপুর বিভাগে ৬ শতাধিক সরকারি প্রাথমিক স্কুল। রংপুর বিভাগীয় সরকারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, রংপুর বিভাগের ৮ জেলায় ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক স্কুল রয়েছে ৬১৬টি। এ স্কুলগুলোতে পলেস্তরা খসে পড়েছে। ফেটে গেছে দেয়াল। এসব স্কুল সংস্কার অথবা পুনঃশ্রেণি কক্ষ নির্মাণের জন্য একটি তালিকা সরকারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে রংপুর জেলায় ১১০টি, পঞ্চগড়ে ৬৬টি, দিনাজপুরে ৪৪টি, গাইবান্ধায় ৩৫টি, কড়িগ্রামে ২২২টি ও লালমনিরহাটে ৭৫টি। স্কুলগুলোর বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। কিছু স্কুল অধিক ঝুঁকিপূর্ণ। খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর জেলার ঝুঁকিপূর্ণ স্কুলগুলোর মধ্যে সদরের ১০টি স্কুলে নতুনভাবে শ্রেণি কক্ষ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি স্কুলের ঝুঁকিপূর্ণ শ্রেণি কক্ষ নির্মাণে দরপত্র আহ্বান করা হবে। রংপুর সদর উপজেলা প্রকৌশলী মো. সামসুল আরেফিন খান জানান, শ্রেণি কক্ষগুলো খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় ১০টি স্কুল ভবন নতুন করে নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। নতুন শ্রেণি কক্ষ হলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস করতে পারবে। রংপুর বিভাগীয় সরকারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াব বলেন, এ ধরনের স্কুলগুলো তালিকা করে ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে।