নীলফামারী জেলা জাপার কমিটি আহ্বায়ক আদেলুর, সদস্য সচিব শাহজাহান

প্রকাশ | ২০ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নীলফামারী প্রতিনিধি জাতীয় পার্টির নীলফামারী জেলার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমানকে আহবায়ক এবং নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এই নতুন কমিটি অনুমোদন দেন। জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নীলফামারী-১ (ডোমর-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ জাফর ইকবাল সিদ্দিকী এবং নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল রয়েছেন। এছাড়া সদস্য হিসেবে উলেস্নখযোগ্যদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য মেরিনা রহমান, বিলুপ্ত কমিটির সদস্য সচিব নীলফামারীর সাজ্জাদ পারভেজ, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুস সাত্তার, সৈয়দপুরের জয়নাল আবেদীন, সিদ্দিকুল আলম, ডোমারের আসাদুজ্জামান চয়ন, জেলা ছাত্র সমাজের আহবায়ক মাহমুদ হাসান অয়ন, সদস্য সচিব শিবলি আহমেদ প্রমুখ। নব কমিটির আহবায়ক সংসদ সদস্য আহসান আদেলুর রহমান জানান, আগামী ছয় মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই নির্দেশনা দিয়ে রেখেছেন। তিনি জানান, দলের মধ্যে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে পূর্ণাঙ্গ কমিটিতে। দলকে শক্তিশালী এবং গতিশীল করতে নতুন উদ্যমে কাজ শুরু করা হবে। প্রসঙ্গত, বিলুপ্ত কমিটিতে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী আহবায়ক এবং সাজ্জাদ পারভেজ সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।