পাথরঘাটায় দুই লাখ চিংড়ি রেণু জব্দ

প্রকাশ | ২০ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে অবৈধভাবে আহরিত প্রায় ২ লাখ চিংড়ি রেণু জব্দ করে। পরে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটার খালে অবমুক্ত করা হয়। শনিবার রাত সাড়ে ৯টায় বিষখালী নদের জিয়া মাঠের নিকট থেকে ৬টি বড় ড্রামে করে মোকামে চালানের সময় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. জহুরুল ইসলামের নেতৃত্বে জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সাব-লেফটেন্যান্ট মো. জহুরুল ইসলাম জানান, রাত ১০টায় মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বিষখালী নদীতে পুনরায় অবমুক্ত করা হয়।