টাঙ্গাইলের ধনবাড়ীতে 'শহীদ সাজিদ সড়ক' উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক -যাযাদি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ একরামুল হক সাজিদের নামে টাঙ্গাইলের ধনবাড়ীর নলহরা-বিলকুকরী-খালেকের মোড় পর্যন্ত পাকা সড়কটি 'শহীদ সাজিদ সড়ক' নামে নামকরণের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।
গত শুক্রবার বিকালে সড়কটির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসক শরীফা হক সাজিদের গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজিদের কবরের পাশের মসজিদ, রাস্তা ও রাস্তায় আলোকবাতিসহ সব উন্নয়নের কথা বলে সার্বিকভাবে তাদের পাশে থাকার কথা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ধনবাড়ী ইউএনও মোস্তাফিজুর রহমান, এসিল্যান্ড ফারাহ ফাতেহা তাকমিলা, জামায়াতে ইসলামী বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল খালেক, টাঙ্গাইল জেলা শাখার সুরা সদস্য আধ্যাপক মিজানুর রহমান, ধনবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক শাজাহান আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।