বন্যাদুর্গতদের পাশে দাঁড়াল 'কালীগঞ্জ কল্যাণ সংস্থা'

প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
নোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসনে তাদের পাশে দাঁড়িয়েছে গাজীপুরের কালীগঞ্জ কল্যাণ সংস্থা (কেকেএস) নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। কালীগঞ্জ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের নেতৃত্বে রোববার ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। দুই উপজেলার ১৭ পরিবারের মধ্যে বিভিন্ন সাইজের ২৬৩টি ঢেউটিন ও যাতায়াত খরচ বাবদ প্রত্যেক পরিবারকে এক হাজার টাকা করে দেওয়া হয়। এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ রাশীদুল হাসান রুবেল, দপ্তর সম্পাদক আশরাফুল হক সোহেল, কার্যনির্বাহী সদস্য কাজী গোলাম রব্বানী রোমানসহ সংগঠনের সাধারণ সদস্যরা এবং শিক্ষক তাসমিয়া সাইফ সিঁথি, এমএ ফারহা ও রোহানা সুলতানা মণি ছিলেন। জানা গেছে, সংগঠনটি স্থানীয় অন্য কাজের পাশাপাশি দেশে নানা দুর্যোগে ভূমিকা রেখে চলেছে। এরই অংশ হিসেবে নোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে পুনর্বাসনে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।