শীতের আগমন বার্তায় ভোরে হঠাৎ কুয়াশা

প্রকাশ | ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
গ্রীষ্মের পরে বর্ষা। বর্ষার পরেই শীত। যেন বাংলার ঐতিহ্যের চিরচেনা রূপ। যেটা বাংলার ঐতিহ্যের নিয়ম। হঠাৎ কুয়াশার চাঁদরে ঢেকে গেছে ফরিদপুরের সালথাসহ প্রায় এলাকা। এ যেন শীতের আগমনী বার্তা। গত শনিবার ভোর পাঁচটা থেকে হঠাৎ করে পুরো উপজেলা ঢেকে যায় কুয়াশার চাঁদরে। কুয়াশায় ফরিদপুর চারদিক হয়ে যায় সাদা। রাস্তাঘাটসহ গাছ-গাছালি সব ঘিরে যায় কুয়াশায়। সকালে কৃষকরা ক্ষেতে কাটতে যাওয়া ও ভ্রমণ করা রাস্তায় নেমে আসা মানুষের মুখে ছিল একটি আওয়াজ 'শীত চলে আসছে'। মাত্র ১০ দিন আগেও চলছিল থেমে থেমে বর্ষার ঢল। এখনো বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ডুবে আছে নিম্নাঞ্চল। ডুবে আছে ফসলের মাঠ, ফসলের খামার এবং সবজির ক্ষেত। শীতের আগাম বার্তায় অনেকের মুখে মৃদু হাসি ফুটেছে। বিগত একটি বছর পর আবার ফিরেছে শীত। শীতের আমেজে আবারো এই অঞ্চলের বাজারঘাট ভরে উঠবে ফরিদপুরের ঐতিহ্যের প্রসাদ খেজুরের গুড়ে। গ্রামগঞ্জের চাষিরা লাঙ্গল গরু নিয়ে নেমেছে মাঠে, শুরু করছে নতুন ফসল ফলানোর যুদ্ধ। নতুন সবজি ফলনের বিপরীতে তৈরি করছেন নতুন নতুন ফসলের মাঠ। কৃষক কৃষাণীরা ভোর রাত থেকেই নেমে পড়ছেন মাঠে। শুরু হয়েছে নতুন ক্ষেত তৈরির পালস্না। কে কার আগে তার নিজের মাঠকে আগাম সবজির ক্ষেত হিসেবে তৈরি করতে পারেন। বাজার সবজির অগুন লাগা দাম। এ কারণে কৃষক আগাম শীতে যাতে তাদের ক্ষতি পুষিয়ে ওঠাতে পারেন। এ কারণে পরিবারের সবাই তাদের ফসলের মাঠকে সবজি চাষের উপযোগী করে তুলতে প্রস্তুতি নিচ্ছেন।