রাজারহাটে শ্লীলতাহানীর দায়ে যুবকের কারাদন্ড

গুরুদাসপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃতু্যদন্ড

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০

গুরুদাসপুর (নাটোর) ও রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শাহজামাল (৪০) কে মৃতু্যদন্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। সরকারি কৌঁসুলি আব্দুল কাদের বলেন, '২০১১ সালের ১ জানুয়ারি গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের শাহজামাল যৌতুকের বকেয়া পাঁচ হাজার টাকার জন্য ভালোবেসে বিয়ে করা স্ত্রী শিউলি বেগমকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। বুধবার সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।' রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে কিশোরীর শ্লীলতাহানী করায় ভ্রাম্যমাণ আদালতে আল আমীন (২২) নামের এক যুবকের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর গ্রামের সফর আলীর ছেলে। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় আল আমীন একই গ্রামের এক কিশোরীকে জাপটে ধরে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী এসে ওই যুবককে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও আশাদুল হকসহ পুলিশ ঘটনাস্থলে যায়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক আল আমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরে ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। রাজারহাট থানার ওসি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।