ভাঙ্গায় আইনজীবীদের সঙ্গে সিনিয়র জেলা ও দায়রা জজের মতবিনিময়
প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার। বুধবার ভাঙ্গা আইনজীবী সমিতি ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার বলেন, 'ভাঙ্গা চৌকি আদালত একটি ঐতিহ্যবাহী আদালত। তিনি আইনজীবীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন, বিচারক ও আইনজীবীদের সম্মিলিত প্রচেষ্টায় জনগণকে সেবা দিতে হবে। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বর্তমানে বড় সমস্যা মামলা জট। মামলা জট কমিয়ে আনতে হবে।
ভাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি মহম্মদ আব্দুল মান্নান মিঞার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমএ সাঈদ, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তসরুজ্জামান, ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজ শফিকুল ইসলাম, সহকারী জজ আরিফ হোসাইন।