রায়গঞ্জের কাঠের ঘানি টানা সেই দম্পতি পেলেন গরু ও নগদ অর্থ

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘানি টানা সেই অসহায় জহুরুল মিনা দম্পতি পেলেন গরু, নগদ অর্থসহ বাজারসামগ্রী। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাদের গরু, পরনের পাঞ্জাবি, শাড়ি ও নগদ অর্থসহ বাজারসামগ্রী তুলে দেন সিরাজগঞ্জের মানবিককর্মী মামুন বিশ্বাস ও তার সহযোগিরা। এমন মানবিক সহায়তা পেয়ে অবশেষে এই দম্পতির তিন যুগের নিদারুণ কষ্টের অবসান হলো। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে তাদের এই সহায়তা দেওয়া হয়। পত্রিকায় তাদের দুঃখ ও দুর্দশা তুলে ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাদের জন্য সহায়তা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দেন মানবিক ও সমাজকর্মী মামুন বিশ্বাস। তার দেওয়া ফেসবুক পোস্ট দেখে দেশ ও বিদেশের মানবিক মানুষ এই দম্পতির জন্য সহায়তা পাঠান। সেই অর্থে এসব সহায়তা পেয়ে আবেগাপস্নম্নত হয়ে পড়েন জহুরুল ও তার স্ত্রী মিনা বেগম।