জলাশয় উন্মুক্ত ও শিক্ষকের পদত্যাগ দাবিতে চার জেলায় মানববন্ধন

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
রাজশাহীর দূর্গাপুরে খাস জলাশয় উন্মুক্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী -যাযাদি
জলাশয় উন্মুক্ত ও শিক্ষকের পদত্যাগসহ বিভিন্ন দাবি এবং প্রতিবাদে চার জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, নোয়াখালীর বেগমগঞ্জ ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসব কর্মসূচি পালিত হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- রাজশাহী অফিস জানিয়েছে, রাজশাহীর দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গগনবাড়িয়া ও চুনিয়াপাড়া গ্রাম সংলগ্ন দুই শতীনা নামক একটি খাস জলাশয় দীর্ঘ ১৫ বছর ধরে স্থানীয় প্রভাবশালী কয়েকজন জবরদখল করে রেখেছে। সরকারি জলাশয়টি দখলমুক্ত করে উন্মুক্তের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার ওই জলাশয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউএনও সাবরিনা শারমিন জানান, তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছয়গড়িয়া শাহআলম উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগমের স্থায়ী বরখাস্তসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার উপজেলা পরিষদ কমপেস্নক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উলেস্নখ, বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজিং কমিটি বিভিন্ন অভিযোগে গত ৫ জুলাই সেলিনা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং সহকারি প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে। এরপর থেকে তিনি বিদ্যালয়ে আসেননি। হঠাৎ করে গত সোমবার তিনি বিদ্যালয়ে আসেন। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাপুরে জয়নারয়ানপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু আফসার মিজানুর রহমানকে অপসারণের দাবিতে শিক্ষাথী-অভিবভাকরা মানবববন্ধন করেছে। বুধবার সকালে বেগমগঞ্জের আমানউল্যাপুরের জয়নারায়পুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে এ মানববন্ধন হয়। দুশচরিত্রসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকায় অধ্যক্ষকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দ্রম্নত তাকে মাদ্রাসা থেকে অপসারণের জন্য সরকারের কাছে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারী মাদ্রাসার সাবেক ও বতমান শিক্ষার্থী এবং অভিভাবকরা। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়ার নির্দেশের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপি'র দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। পরে দলীয় কার্যলয়ের সামনে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শেখ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপির সহ সভাপতি ফারুক কবির আহম্মেদ, পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন প্রমুখ।