বিমানে ত্রম্নটি :ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
উড্ডয়নের আগে ডানায় ত্রম্নটির কারণে ঢাকা থেকে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিলম্বিত হওয়ায় ৯ ঘণ্টা ভুগতে হয়েছে যাত্রীদের। বিমানের বিজি-১২৮ ফ্লাইট মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে আবুধাবির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এরপর রাত পৌনে ৩টায় আবার আবুধাবি থেকে উড়োজাহাজটির চট্টগ্রামের উদ্দেশে ওড়ার কথা ছিল। কিন্তু ওই উড়োজাহাজে যান্ত্রিক ত্রম্নটি দেখা দেওয়ায় প্রায় ৯ ঘণ্টা পর বুধবার আমিরাতের স্থানীয় সময় সকাল ৬টায় অন্য একটি উড়োজাহাজ আবুধাবি পৌঁছায়। পরে আমিরাতের শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে বেলা পৌনে ১১টায় ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। কারিগরি জটিলতায় পড়া উড়োজাহাজটি ছিল বোয়িং-৭৩৭-৮০০ মডেলের। সেটির উইং (ডানা) ফ্ল্যাপ ঠিকমতো কাজ করছিল না বলে জানিয়েছেন বিমানের আবুধাবি স্টেশনের ভারপ্রাপ্ত আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল ফেরদৌস।