ভৈরবে সংঘর্ষে একজন নিহত দুর্গাপুরে প্রতিবন্ধীকে হত্যা

গাজীপুর ও চাঁদপুরে পানিতে ডুবে নিহত ৪ গোসাইরহাটে বৃদ্ধের আত্মহত্যা

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রম্নতার জেরে দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত হয়েছে। অন্যদিকে, রাজশাহীর দুর্গাপুরে প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়াও গাজীপুরে পুকুর থেকে নারী ও শিশুর মরদেহ উদ্ধার, চাঁদপুরে পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃতু্য এবং চাঁপাইনবাবগঞ্জের গোসাইরহাটে অভাব-অনটনের জেরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরবে মৌটুপি গ্রামে পূর্বশত্রম্নতার জেরে দুইপক্ষের সংঘর্ষে কাইয়ূম মিয়া নামের এক ব্যক্তি নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। নিহত কাইয়ূম মৌটুপি গ্রামের রমিজ উদ্দিন মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রম্নতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- শান্ত, লিটন, সায়েম, মোস্তাক, ফাইজুল, রাবেয়া বেগম, মিলন, সালাম, সোয়েব, কাদির, মাইনুদ্দিন, সেলিম, বানেছা খাতুন, রফিকুল, হাছান, আরজ আলী প্রমুখ। তাদের মধ্য ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাজিতপুর জুহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, মৌটুপি গ্রামে সরকার বাড়ির বর্তমান ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা সাফায়েত উলস্নাহ ও কর্তা বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান এবং বিএনপি নেতা তোফাজ্জল হক গ্রম্নপের মধ্যে দীর্ঘ ৫৪ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে প্রায় এক ডজন খুনের ঘটনা ঘটেছে। দুটি খুনের ঘটনায় উভয় পক্ষের ২০০ আসামি করে থানায় পাল্টাপাল্টি মামলা হয়। এরই মধ্যে কর্তা বাড়ির নাদিম হত্যা মামলার আসামিরা জামিন পেয়ে বাড়িতে এলেও সরকার বাড়ির ইকবাল হত্যা মামলার আসামিরা জামিন না নিয়ে বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসলে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মারপিট করলে কাইয়ূম মিয়া বলস্নমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। ভৈরব থানার ওসি মোহাম্মদ হাসমত উলস্নাহ জানান, খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ র?্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মৌটুপি গ্রামের দুই বংশের ঝগড়া বিবাদ দীর্ঘদিনের। তাদের এসব ঘটনায় একাধিক মামলা চলমান রয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ চেষ্টা করছে। দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর দুর্গাপুরে আম্বিয়া খাতুন (৪০) নামের এক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এদিকে, শারীরিক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আম্বিয়া ওই গ্রামের মৃত আব্দুল মালেকের কন্যা। নিহতের মায়ের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আফসার আলী জানান, আম্বিয়া খাতুন বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর তার চিৎকার শুনে মা গিয়ে দেখেন আম্বিয়ার নিথর দেহ মাটিতে পড়ে আছে। এ সময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পরে থানায় খবর দেওয়া হয়। সুরতহাল প্রতিবেদন শেষে পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্গাপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে নারী ও এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার মৌচাক তেলির চালা মমির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ দুইটি উদ্ধার করা হয়। নিহতদের নাম-পরিচয় বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টায় স্থানীয় শিশুরা মমির আলী হাজির পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে শিশুরা দেখতে পায় পুকুরের পানিতে দুইটি লাশ ভাসছে। তারা চিৎকার করলে স্থানীয়রা এসে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে। মৌচাক পুলিশ ফাড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর (৯৯৯) মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত জুবায়েদ ও জুনায়েদ (৫) ওই বাড়ির শরীফ খানের ছেলে। স্বজনরা জানায়, সকালে দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে বই রেখে খেলাধুলা করছিল। হঠাৎ জমজ দুই ভাই পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। এ অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের গোসাইরহাটে গলায় ফাঁস দিয়ে সিরাজ মিয়া (৬৯) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে পৌরসভা এলাকার ১নং ওয়ার্ডের বিনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বিনটিয়া গ্রামের মৃত ডেঙ্গর মৌশালের ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। জানা গেছে, সিরাজ মিয়া পেশায় একজন ভ্যান চালক। ঋণের কারণে এক মাস আগে ভ্যান গাড়ি বিক্রি করে দেন। তাই এখন বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। এরকম পরিস্থিতিতে নতুন ভ্যান কিনতে টাকা না পেয়ে দিশেহারা হয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম।