আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ০০:০০

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তরুণ শেখ (৪৮) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আশরাফ শেখ নামে আরও একজন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত তরুণ শেখ একই এলাকার মৃত মোশাররফ শেখের ছেলে। তিনি জেলার বিভিন্ন এলাকায় ফেরি করে মশারি বিক্রি করেন। জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ভোররাতে স্থানীয় সাবেক মেম্বার খালেকের ছেলে রিপন, শিপন ও লিটনসহ ৬-৭ জন বেড় কালোয়া এলাকায় তরুণ শেখের বাড়িতে গিয়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় তরুণ শেখের বাঁ হাতের কব্জির ওপরে এবং আরেকটি গুলি বাঁ পায়ের হাঁটুর নিচে লাগে। স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তরুণ শেখের ভাইয়ের ছেলে হামিদুল ইসলাম বলেন, 'আমার চাচা তরুণ শেখকে হত্যা করতেই গুলি করা হয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।' কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম জানান, থানা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার এমন কোনো ঘটনা ঘটেনি।