ঘোড়াঘাটে কাঁচা মরিচের দাম কমলেও বেড়েছে পেঁয়াজের

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ০০:০০

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
গত ৫ দিনের ব্যবধানে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাট-বাজারে কাঁচা মরিচের দাম ১২০ টাকা কেজি প্রতি কমলেও পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ টাকা। বৃহস্পতিবার উপজেলার রানীগঞ্জ বাজার বলগাড়ী বাজার, নডুগডুগী হাটে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত ৫ দিন আগেও ছিল ২৪০ টাকা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা, আগে ছিল ১১০ টাকা। পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আলমগীর হোসেন জানান, 'আমি রানীগঞ্জ বাজার থেকে ১৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনলাম। এভাবে দাম বাড়লে ভোগান্তি আরও বাড়বে। যেখানে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে, সেখানে অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।' ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সংকট থাকায় ও হিলি স্থলবন্দর দিয়ে প্রয়োজনের তুলনায় কম আমদানি হওয়ায় কেজি প্রতি ৩০ টাকা করে দাম বেড়েছে।