বিভিন্ন অপরাধে পাঁচ জেলায় ডাকাতসহ গ্রেপ্তার ১৩

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
বিভিন্ন অপরাধে গাজীপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ, কুষ্টিয়ার ভেড়ামারা, খুলনার রূপসা ও হবিগঞ্জের মাধবপুর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকার কাঁচাবাজার আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি ও বাসন থানা শ্রমিক লীগের একাংশের সভাপতিকে আটক করেছে যৌথবাহিনী সদস্যরা। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব প্রদান ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে নগরীর ভোগড়া এলাকার নিজ বাড়ি থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকার শাহরিয়ার, ইমন, আল-আমিন, নুর আলম ও ফেরদৌস। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি সময় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌর কাউন্সিলর অহিজউদ্দিনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অহিজউদ্দিন আড়াইহাজর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মৌজ্জাকান্দা এলাকার মৃত হাজী ইসমাইলের ছেলে। সে উপজেলার পাচরুখি এলাকার একটি লুটপাটের মামলার তালিকাভুক্ত আসামি। ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মহিলাসহ ৪ জনকে আটক করেছে। আটকরা হলো ভেড়ামারা শহরের ফারাকপুর এলাকার রাজা আলীর স্ত্রী হিরা খাতুন (৪০), আক্তার আলীর ছেলে লিটন আলী (৩০), আ. সালামের ছেলে শফিকুল ইসলাম স্বপন (৪০) ও কলম ভান্ডারীর ছেলে সাকিব হোসেন (২৪)। মহিলাসহ ৪ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কুষ্টিয়া সেনাবাহিনীর কার্ষালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে ভেড়ামারা শহরের ফারাকপুর এলাকায় বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুর-মনতলা আঞ্চলিক সড়কের মেরাশানি এলাকায় নুশরাত জেনারেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজাসহ আল আমিন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এ সময় গাঁজা পাচারের কাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়। থানার অফিসার ইনচার্জ আব্দুলস্না আল মামুন বলেন এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, রূপসায় জামাল গাজী (৪৭) নামে এক ভ্যানচালককে গলাকেটে হত?্যা চেষ্টার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। আহতাবস্থায় ভ্যান চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের হোসেনপুর এলাকায় জামাল গাজী নামে এক ভ্যানচালক পরিবার নিয়ে বসবাস করে। পুলিশ মূল আসামি সালামকে গ্রেপ্তার করেছে হোসেনপুর এলাকা থেকে। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. মনিরুল ইসলাম জানায়, ভ্যানচালককে হত্যার উদ্দেশ্যে জবাই করার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।