সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
আইনশৃঙ্খলা সভা ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী থানার (ওসি) বানী ইসরাইল, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, কাজীপুর বিওপি কমান্ডার মজিবুল হক, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী প্রমুখ। ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুরে জেসমিন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইসলামপুর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে তিন দিনব্যাপী উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের ফাইনান্স এন্ড এডমিন ম্যানেজার জেমস হীরক অধিকারী, নিউট্রিশন স্পেশালিস্ট নাহিদা ইসলাম, ভ্যালুচেইন স্পেশালিস্ট খন্দকার মো. রুহুল আমিন, এগ্রিকালচার স্পেশালিস্ট পরিমল সরকার, টেকনিকাল স্পেশালিস্ট (কমিউনিকেশন ডকুমেন্টেশন এন্ড এডভোকেসি) মো. কাওনান মোরছালিন, এমএন্ডই ম্যানেজার মো. মুসা মোফাখ্‌খারুল ইসলাম হিরো। দায়িত্ব অর্জন ম লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্না জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। জানা যায়, কুমিলস্নার লাকসাম পৌরসভার গাজীমুড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন শিক্ষাজীবন শেষ করে ২০১২ সালে বাংলাদেশ বার কাউন্সিল হতে আইনজীবী হিসেবে সনদ অর্জন করে কুমিলস্না আইনজীবী সমিতির সদস্য হয়ে আইন পেশা শুরু করেন। ওরিয়েন্টেশন কোর্স ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার তিতাসে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স বুধবার দিনব্যাপী উপজেলার গাজীপুর আজিজিয়া আলিম মাদরাসায় অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিটির সদস্য আবদুল আউয়াল ভূঁইয়া, কুমিলস্না অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার ফছির উর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সারজিনা আক্তার, উপজেলা স্কাউটসের কমিশনার মো. বশির উলস্নাহ। উক্ত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মোসা. খালেদা আক্তার, মো. বিলস্নাল হোসেন, মো. লিয়াকত আলী ও হুমায়ুন কবির প্রমুখ। মাসিক সভা ম সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি নাগরিক সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম গতিশীল করার প্রত্যয়ে সন্দ্বীপ পৌরসভার প্রশাসক ও সদস?্যদের ১ম মাসিক সভা পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার অংছিং মারমা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ?্য কর্মকর্তা মানস বিশ্বাস, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহসিন আলিম প্রমুখ। জনসমাবেশ অনুষ্ঠিত ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কৃষকদল আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। বুধবার বিকালে উপজেলা কৃষকদলের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখের ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ খন্দকার নাসিরুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম, জেলা বিএনপির সদস্য সচিব এস এম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী ম ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে প্রকাশিত সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার ২০তম বর্ষে পদার্পণ ও ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার উপদেষ্টা পরিষদের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মো. নুরুল ইসলাম খান ও বার্তা সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, ঢাকা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়ন প্রমুখ। অবহিতকরণ সভা ম বাগেরহাট প্রতিনিধি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সর্লূ্যশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্প কাজ বিষয়ে বাগেরহাটে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ। বাগেরহাটের প্রকল্প কাজ ও পরিচিতি বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন- প্রকল্প কর্মকর্তা ফিরোজ আহম্মেদ ও এসোসিয়েট অফিসার মো. আশিক হোসেন। এ সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোর্কা‌রম ফজলে এলাহী। সভাটি পরিচালনা করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসএম ইদ্রিস আলম। আলোচনা সভা ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি মেহেরপুরের গাংনীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটির্ যালি বের করা হয়। শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশালী মাহফুজুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, মহিলা-বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের (আরএমও) ডা. মাসুদুর জামান। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্কুলগামী কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পলস্নী কর্মসংস্থা সহায়তা প্রকল্প (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নে দিনব?্যাপী বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হরিণাকুন্ডু উপজেলা শাখার আয়োজনে উপজেলার লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপ-পরিচালক বিআরডিবি ঝিনাইদহ মোহাম্মদ মোক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিকুর রহমান, কোর্স পরিচালক হরিণাকুন্ডু উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান, কোর্স সমন্বয়ক সহকারী পলস্নী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মো. আমজাদ হোসেন। শুভেচ্ছা বিনিময় ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ কাজী সাইয়েদুল আলম বাবুল। বৃহস্পতিবার উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি ডিজি রাব্বানি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন। ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ম কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কোটচাঁদপুর ব্রিজঘাট এলাকায় বিদু্যৎয়ের শর্ট সার্কিট থেকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮টার দিকে। এতে প্রায় সাড়ে আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওই ব্যবসায়ী দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসে কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ইউসুফ ইলেকট্রনিক্স ও পশু খাদ্যের দোকনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ইউসুফ ইলেকট্রনিক্সের মালিক ইউসুফ আলী ও পশু খাদ্যের দোকানের মালিক নির্মল হালদার। মতবিনিময় সভা ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল আউয়াল। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটুসহ অনেকে। মাসিক সভা ম রূপসা (খুলনা) প্রতিনিধি রূপসা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। এ সময় বক্তব্য রাখেন- এসিল্যান্ড অপ্রতিম কুমার চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ তদন্ত মো. মনিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, উপজেলা স্বাস্থ?্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার ডা. হিমেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বোরহান উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার, মহিলা-বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব কর্মকর্তা শেখ বজলুর রহমান প্রমুখ। দোয়া মাহফিল ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মরহুম শহিদুজ্জামান বেল্টুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ফয়লা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন- পৌর বিএনপির যুহ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টু। বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তবিবর রহমান মিনি, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, পৌর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুল রহমান ও যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন। কৃষি উপকরণ বিতরণ ম বামনা (বরগুনা) প্রতিনিধি কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় বরগুনার বামনা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ৭৮ জন কৃষক পরিবারের মধ্যে পুষ্টি নিরাপত্তা প্রদানে ফলজ, ভেষজ ও মসলা জাতীয় গাছের চারা ও বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে বামনা উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বামনা উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। এ সময় ছিলেন- কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মোসা. মেহের মালিকা ও বামনা উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমীম। স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতির্নিধি দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশকেন্দ্রের দিনব্যাপী চক্ষু-বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় মরিয়মপুর চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় ওসমানপুর প্রসপারিটি প্রকল্প ইউনিট অফিসে প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- মরিয়ম চক্ষু হাসপাতালের ডা. মো. শফিকুল আলম সবুজ, এলাকা ব্যবস্থাপক আব্দুল ওহাব, কারিগরি কর্মকর্তা পুষ্টি মেহেদী হাসান, শাখা ব্যবস্থাপক মাসুদ রানা, সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি মো. ফারুক হোসেন, জীবিকায়ন মো. আলমগীর হোসেন ও দীপক চন্দ্র রায়। আইনশৃঙ্খলা সভা ম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- আটোয়ারী মডেল স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হুমায়ূন কবির, ওসি মো. মুসা মিয়া, ইউপি চেয়ারম্যান মো. আ. সামাদ আজাদ, মোহাম্মদ শাহ্‌, মো. মোজাক্কারুল আলম চৌধুরী কচি ও মো. আবু তাহের দুলালসহ অনেকে। কর্মী সমাবেশ ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর সদর উপজেলার সিলমান্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিলমান্দী প্রাথমিক সরকারি বিদ্যালয় মাঠে সিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সানাউলস্নাহ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, নরসিংদী সদর -১ আসনের সাবেক এমপি খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন- নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, জেলা বিএনপি নেতা বিজি নওশের, জেলা যুবদলের সভাপতি মোহসীন হোসাইন বিদু্যৎ ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। চারা বিতরণ ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি উদ্যোগে কার্যালয় চত্বরে মঙ্গলবার বিকাল ৪টায় একশ ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একটি কাঁঠাল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছা. নূর বানু আখতার। এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষিকা কাজী তাহেরা খাতুন, উপজেলা প্রশিক্ষক মো. আবু বক্কর সিদ্দিকসহ অন্যরা। শিক্ষক সমাবেশ ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আদর্শ শিক্ষক ফেডারেশন শ্যামনগর শাখার সভাপতি এসএম ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন- উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. হোসনে সাইফুলস্নাহ রাজা প্রমুখ।