কুলাউড়া-শাহাবাজপুর রেল লাইন নির্মাণে ধীরগতি

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেন বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস -যাযাদি
কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের পুনর্নির্মাণ কাজের ধীরগতির কারণে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। তিনি রোববার নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে ক্ষোভ ও অসন্তোষতা প্রকাশ করেন। এ সময় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০০৩ সালে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়া কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনঃস্থাপনের জন্য ২০১৭ সালের ১৫ নভেম্বর রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ে এবং ভারতের কালিন্দী রেল নির্মাণ প্রতিষ্ঠানের (টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিডেটের একটি বিভাগ) সঙ্গে এই চুক্তি হয়। বাংলাদেশ রেলওয়ের মহা-ব্যবস্থাপক (পূর্ব) আব্দুল হাই ও ভারতের কালিন্দী রেল নির্মাণের ভাইস প্রেসিডেন্ট শারদ শর্মা চুক্তিতে স্বাক্ষর করেন। ২০১৮ সালের ১০ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে রেলের পুরাতন ব্রিজ ও রেললাইন উঠানোর কাজ শুরু হয়। চুক্তি স্বাক্ষরের প্রায় দেড় বছর আর কাজ শুরুর প্রায় ১ বছর অতিবাহিত হলেও রেললাইন চালুর মূল কাজ অর্থাৎ ব্রিজ, স্টেশন ভবন, গোডাউন, স্টেশন ইয়ার্ড, রেলস্ট্রোক বসানোর কাজ শুরুই করেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা গেছে, রোববার ১৯ মে কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে যান ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। শাহাবজপুর রেলস্টেশন এলাকাসহ বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করে কাজের ধীরগতি দেখে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।