শিক্ষা কর্মকর্তাকে অপসারণের দাবি

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
কুমিলস্না আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদারের অপসারণ দাবি করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কুমিলস্না জেলা ও আদর্শ সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষকরা। নানা খাতে অর্থ আত্মসাৎ, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ এনে সোমবার দুপুরে তারা সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন। ভুক্তভোগী শিক্ষক ও নেতৃবৃন্দের লিখিত অভিযোগ থেকে জানা যায়, দেলোয়ার হোসেন মজুমদার ২০১৭ সালে আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) পদে যোগদান করেন। তার বিরুদ্ধে সিলেবাস ছাপানোর ১ লাখ ৭৫ হাজার টাকা, পরীক্ষার ফি এর ১ লাখ ৫০ হাজার টাকা, নিরীক্ষকগণের আপ্যায়ন বাবদ ২৯ হাজার ৮০০ টাকা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ক্লাস্টার বাবদ সরকারি বরাদ্দের ৩২ হাজার টাকা, উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলার ১০৯টি বিদ্যালয় থেকে আদায়ের ৬ হাজার টাকা, মা সমাবেশের নামে প্রতি বিদ্যালয় থেকে ৩৫০ টাকা করে আদায়কৃত ৩৮ হাজার ১৫০ টাকা, বিদ্যালয়ের টয়লেটসহ নানা মেরামত কাজে বিভিন্ন বিদ্যালয় থেকে ৫০ হাজার টাকা, গত ছয়টি সাময়িক-বার্ষিক ও মডেল টেস্ট পরীক্ষার আদায়কৃত ফি খরচের পর উদ্বৃত্ত প্রায় ৬ লাখ টাকা শিক্ষকদের মাঝে সম্মানী হিসেবে প্রদান না করে আত্মসাতের অভিযোগ করা হয়। অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক মহাসচিব ও কুমিলস্না নগরীর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার, আদর্শ সদর উপজেলার সাধারণ সম্পাদক জামসেদ আহমেদ চৌধুরী এবং উপজেলার সুবর্ণপুর, রত্নাবতী, পুলিশ লাইন, সংরাইশ, কাঁটাবিল ও কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদারের অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ নানা কর্মকান্ডের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে ইতঃপূর্বে পৃথক দুটি অভিযোগ করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনোরূপ ব্যবস্থা নেয়া হয়নি। অভিযুক্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার বলেন, 'আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।'