খুলনায় মোবাইল কোর্টের অভিযান

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

খুলনা অফিস
খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে সোমবার সকালে নগরীর বাজার ও উৎপাদনকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র মাহে রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধকল্পে গঠিত কমিটির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১নং রোডের ১০৯ নম্বর বাড়িতে বিভিন্ন ব্রান্ডের লোগো সংবলিত কসমেটিকস সামগ্রী তৈরি করার অপরাধে ব্রাইট কসমেটিকসের মালিক উজ্জ্বল কুমার সাহাকে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিলস্নাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশগ্রহণ করেন ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম প্রমুখ। , বাজার সুপার মো. সেলিমুর রহমান প্রমুখ।