প্রেসক্লাব হলো মিনি সংসদ :মোকাব্বির

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোকাব্বির খান -যাযাদি
সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান বলেছেন, সাংবাদিকরা সমাজের দুটি চোখ। তাদের দেখা ও লেখনীর মাধ্যমে সার্বিকভাবে সমাজের কথা উঠে আসে। জাতীয় সংসদে যেভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের দাবি উত্থাপন করে আদায় করা হয়। তেমনি প্রেসক্লাব হলো মিনি সংসদ, সেখান থেকেই সাংবাদিকরা সাধারণ জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করতে পারেন। যারা সমাজে ভালো কাজ করে তাদের সামনে নিয়ে আসুন। যারা অপরাধী দালাল প্রকৃতির লোক তাদের চিহ্নিত করে সমাজে তুলে ধরুন। রোববার বিকেলে স্থানীয় একটি হোটেলে বিশ্বনাথ প্রেসক্লাব আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান জুলিয়া বেগম, থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি আশিক আলী, স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কামাল মুন্না। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম। এ সময় উপজেলা আ'লীগ, বিএনপি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃতারা উপস্থিত ছিলেন।