প্রবীর সিকদারের বিরুদ্ধে ফরিদপুরে মানববন্ধন

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

ফরিদপুর প্রতিনিধি
সম্প্রতি সময়ে সাংবাদিক প্রবীর শিকদারের ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে ফরিদপুরের বিভিন্ন মহল। এরই মধ্যে ফরিদপুর শহরসহ তার নিজ গ্রাম কানাইপুরে বিভিন্ন ধর্মের কয়েক হাজার মানুষ তাকে আইনের আওতায় আনার দাবিতে নানা কর্মসূচি পালন করেছে। রোববার বেলা সাড়ে ১১টা হতে সদর উপজেলাধীন কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ৪০ মিনিট যাবত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মহাসড়ক অবরোধ করা হয়। কানাইপুরের ধর্মবর্ণ নির্বিশেষে প্রায় সহস্রাধিক নারী ও পুরুষ হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে এ সময় প্রবীর শিকদারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ সময় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহাসড়ক অবরোধ চলাকালে আরো বক্তব্য দেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনিশেষ রায়, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা যুবলীগের সভাপতি এএচএম ফোয়াদ, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সহসভাপতি কুমারেশ সাহা, কানাইপুর বাজার ব্যবসায়ী কমিটির নেতা অ্যাডভোকেট স্বপন সাহা, বেগম রোকেয়া স্কুলের শিক্ষক মোহসিন আলী, কানাইপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক রঞ্জন চক্রবর্তী, কানাইপুর বাজারের ব্যবসায়ী নেতা অ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার, জনবিন্দু সাহা, শহিদুর রহমান, আরিফুজ্জামান চাঁদ, অনীল কুমার সাহা প্রমুখ।