রংপুরে দ্বিতল সিটি সার্ভিস চালু

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুরে বিআরটিসির দুইটি দ্বিতল বাস সিটি সার্ভিস হিসেবে চলাচল শুরু করছে। সোমবার দুপুরে নগরীর কেলাবন্দে সিটি সার্ভিসের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। ডিপো সূত্র জানায়, বিআরটিসি দুইটি দ্বিতল বাস পাগলাপীর থেকে পীরগঞ্জ ও পাগলাপীর থেকে কাউনিয়া রুটে চলাচল করছে। প্রতি বাসে মোট ৭৫ যাত্রী বসতে পারবেন। এছাড়াও প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। মহানগর এলাকায় প্রতি কিলোমিটার ১ টাকা ৬০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) ফরহাদ ইমরুল কায়েস, রংপুর বিআরটিসি বাস ডিপো ম্যানেজার (অপারেশন) ওমর ফারুক মেহেদী। মেহেদী জানান, মহানগরে ভাড়া নির্ধারিত হলেও কাউনিয়া, পীরগঞ্জ, পাগলাপীর ভাড়া নির্ধারণ করা হয়নি।