ভিজিএফের চাল পাচ্ছেন ৪ লাখ দরিদ্র

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

নীলফামারী প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরে নীলফামারীর ৪ লাখ ৪ হাজার ৩১৫ জন অতিদরিদ্র মানুষ ভার্নারেবল গ্রম্নপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় ১৫ কেজি করে চাল পাবেন। ইতোমধ্যে এ সংক্রান্ত উপ-বরাদ্দের পরিপত্র সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। সুবিধাভোগীদের মধ্যে জেলার ৬০টি ইউনিয়নে ৩ লাখ ৯০ হাজার ৪৫২ জন এবং চার পৌরসভায় ১৩ হাজার ৮৬৩ জন রয়েছেন। সূত্র জানায়, সুবিধাভোগীদের মধ্যে ৬ হাজার ৬৪ দশমিক ৭২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হবে এবারের ঈদে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএ হায়াত জানান, 'সুবিধাভোগীর প্রত্যেককে ১৫ কেজি হারে চাল বিতরণ করা হবে। আগামী ৩ জুনের আগেই চাল উত্তোলন করে বিতরণ করার নির্দেশনা দেয়া হয়েছে উপজেলাগুলোতে'।