সড়ক দুর্ঘটনা

তিন জেলায় নিহত ৩

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। চট্টগ্রামের সীতাকুন্ডে যুবক, গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবক ও মাদারীপুরে শিশু নিহত হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : সীতাকুন্ড (চট্টগ্রাম): সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় মো. ইয়াছিন (৩৩) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরো দুই যুবক। রোববার বিকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ফেনী জেলার সদর থানার বাতানিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান মহাসড়কের ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইয়াছিনসহ আরো দুই যুবক গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার সকালে দ্রম্নতগামী ট্রাকের ধাক্কায় শফি আলম ওরফে বাবু মিয়া (১৭) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত বাবু মিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ফজল শেখের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকায় ভ্যানে করে চালের বস্তা নিয়ে যাওয়ার সময় দিনাজপুর অভিমুখী একটি দ্রম্নতগামী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক শফি আলম বাবু ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। মাদারীপুর : মাদারীপুরের মস্তফাপুর বাস স্ট্যান্ডে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী লাবনী নামের ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা হাফিন আকন (৩০) ও মা সনিয়া আক্তার (২৪) আহত হয়েছে। এ দুর্ঘটনায় স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর বাস স্ট্যান্ডে বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে ফরিদপুরগামী একটি ট্রাক সড়কের আইলের ওপর উঠে যায়। এ সময় রাস্তার পাশে থাকা একটি ভ্যান গাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই লাবনী নামের শিশুটির মাথার মগজ বেরিয়ে যায়। স্থানীয়রা শিশু তার বাবা-মাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং শিশুর বাবা হাফিন আকনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।