বিদু্যৎস্পৃষ্ট হয়ে ও পানিতে ডুবে আট জেলায় ৯ জনের মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, পিরোজপুরে বিদু্যৎস্পৃষ্ট হয়ে রসুল শেখ (৫৪) নামের এক ডাব ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। রোববার সকালে শহরের ম্যালেরিয়া পোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রসুল পাশের বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কামলা গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে।
নিহতের মামাত ভাই দুলাল শেখ জানান, সকাল ১০টায় শহরের ম্যালেরিয়য়া পোল এলাকার একটি বাড়ির গাছে নারিকেল পাড়তে ওঠেন রসুল। গাছের পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের পশুর নদে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পরে লোকমান সরদার ওরফে বুলবুলের (১৮) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ ও নৌবাহিনী। রোববার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদের মোহনায় করমজল ফরেস্ট স্টেশনের কাছ থেকে ভাসমান অবস্থায় লোকমানের মরদেহ উদ্ধার হয়। লোকমানের বাড়ি খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের রুয়াকাটা গ্রামে। শুক্রবার রাতে সুন্দরবনে মাছ শিকার করে বাড়ি ফেরার পথে জেলে নৌকা ডুবে লোকমান সরদার ওরফে বুলবুল নামের ওই তরুণ নিখোঁজ হন।
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরবে বৈদু্যতিক লাইন মেরামত করতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে মো. শাহিনুর নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। রোববার সকালে পৌর শহরের কমলপুর নিউটাউন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহিনুর যশোর জেলার টিটা বাজিতপুর এলাকার হযরত আলীর ছেলে। আহত হয়েছেন ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. শহিদ (৪৫)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, ভৈরব শহরের ঢাকা-সিলেট মহসড়ক সংলগ্ন নিউটাউন এলাকায় ভৈরব বাজার-৩ বৈদু্যতিক লাইনের মেরামত কাজ করার সময় তারা বিদু্যৎপৃষ্ট হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক শাহিনুরকে মৃত ঘোষণা করেন ও গুরুতর আহত শহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠান।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় মাঠের পানিতে ডুবে রানা ফরাজি (৩৫) নামক এক ব্যক্তির মৃতু্য হয়েছে। তিনি উপজেলার চুমুরদী ইউনিয়নের নাগপাড়া সদরদী গ্রামের সিরাজুল ফরাজির ছেলে।
জানা যায়, রানা সকালে গ্রামের মাঠের পানিতে মাছ ধরার জন্য পেতে রাখা জাল ওঠাতে গিয়ে পানিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় বালতির পানিতে ডুবে ১৬ মাস বয়সি আনাস মো. আরেশ নামে এক শিশুর মৃতু্য হয়েছে। রোববার সকালে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এসকে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আরেশ ওই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, চকরিয়ায় দোকনের নবনির্মিত পাকা দেয়ালে পানি দিতে গিয়ে পলস্নী বিদু্যতের তারে স্পৃষ্ট হয়ে আবু তৈয়ব (৩০) নামে এক দিনমজুরের মৃতু্য হয়েছে। রোববার সকালে উপজেলার বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পুচ্ছালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু তৈয়ব ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে।
বুড়িচং (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামে ডাকাতের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃতু্য হয়েছে। গত শনিবার রাতে আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই এলাকার হাবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত হানা দেয়। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করে। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতদল পালিয়ে যায়। তবে পালিয়ে গেলেও সে সময় রফিককে খুঁজে পায়নি গ্রামবাসী। রোববার সকালে স্থানীয়রা পাশের বেগুনক্ষেত থেকে রফিকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয়। বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্ত রিপোর্টে মৃতু্যর সঠিক কারণ জানা যাবে।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, ফরিদগঞ্জে আসমা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে তার স্বামীর বসতঘর থেকে মরদেহ উদ্ধার হয়। তিনি ওই বাড়ির মালোয়েশিয়া প্রবাসী মাসুম হোসেনের স্ত্রী।
পরিবার জানায়, ২ বছর আগে আসমার সঙ্গে মাসুমের বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে পাড়ি জমান। প্রতিদিনের ন্যায় আসমাসহ পরিবারের সদস্যরা শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে শ্বশুর হানিফ রাঢ়ি বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে ঘরের পাশের আম গাছে আসমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নামিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার কয়রায় ধানের জমিতে পাতা বৈদু্যতিক ফাঁদে জড়িয়ে সুজন (১৮) নামের এক যুবকের মৃতু্য হয়েছে। সুজন পূর্ব মহারাজপুর গ্রামের আরশাদ গাজীর ছেলে। রোববার ভোরে সুজন তার ঘেরে আটনে মাছ ঝাড়তে গেলে ঘেরের পাশে জমিতে ইঁদুর মারার বৈদু্যতিক ফাঁদে জড়িয়ে মারা যান।