দৌলতপুরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ
প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে সাংবাদিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার নিজ বাড়ি উপজেলার পুর্বপাড়ায় এ হামলার শিকার হন দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক জালাল উদ্দিন ভিকু। হামলা করেছেন প্রতিবেশি সজিব শীল।
ভুক্তভোগী সাংবাদিক ভিকু জানান, বাড়ি থেকে সংবাদ সংগ্রহের কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পাশের বাড়ির সজিব শীল দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালান। হামলায় তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। পরে তার চিৎকারের স্ত্রী-সন্তান ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক জিন্নাহ কবির, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মো. সালাউদ্দিন সেলিম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
দৌলতপুর থানার ওসি তৌফিক আজম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।