অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্র আন্দোলনের সদস্য বহিষ্কার
প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব খাটিয়া বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মো. ইলিয়াস মুন্সিকে। রোববার সকালে উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরেক সদস্য ইমু আকন্দ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ওইদিন সকালে উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মারুফ মোলস্না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়, আন্দোলনের অন্যতম সদস্য ইলিয়াস মুন্সি প্রভাব খাটিয়ে অপকর্ম, ঘুষ, দুর্নীতি করছেন। এই অভিযোগে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে ৫ আগস্ট পর্যন্ত ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে বলেও বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়। তার ভবিষ্যৎ কোনো কর্মকান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মধুখালী দায়বদ্ধ থাকবে না এবং তার সঙ্গে সাংগঠনিকভাবে কাউকে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়।