সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
কৃষি উপকরণ বিতরণ \হআনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারায় বিনামূল্যে এনসিসি ব্যাংকের সার, বীজসহ কৃষি উপকরণ পেল ২৫০ কৃষক। শনিবার সকালে আনোয়ারা উপজেলা অডিটোরিয়ামে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, রিজিওনাল হেড আলী তারেক পারভেজ, হারুন উর রশীদ, মোহাম্মদ শাহ মোস্তফা কামাল পাশা, আরিফুল হক. মোহাম্মদ আশরাফুর রহমান, কাজী শহিদুল ইসলাম, সৈয়দ হাসান উদদৌলা, মোহাম্মদ কফিল উদ্দিন, আনোয়ারা শাখার ম্যানেজার এসএম মঈন উদ্দীন আজাদ প্রমুখ। সমবায় দিবস ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগের্ যালি শেষে উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এসিল্যান্ড আসমা উল হুসনা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সমবায়ী আলমগীর হোসেন, জুবিলি আক্তার। আলোচনা সভা ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি বিরলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায়র্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের্ যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও বহ্নি শিখা আশা। উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) এর চেয়ারম্যান একরাম হোসেন তালুকদার, বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন (বিভিএস) এর সদস্য আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। শোভাযাত্রা \হগাংনী (মেহেরপুর) প্রতিনিধি মেহেরপুরের গাংনীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও প্রীতম সাহা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, নাগদার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাহী পরিষদের সদস্য আব্দাল হক, ডিজিটাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল হোসেন। বর্ণাঢ্যর্ যালি \হকালাই (জয়পুরহাট) প্রতিনিধি জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্যর্ যালি বের করা হয়।র্ যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন (ইউএনও) শামীমা আক্তার জাহান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পলস্নী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, সমবায় অফিসের সহকারী পরিদর্শক মাহবুব রহমান, অফিস সহকারী হারুনুর রশিদ, ফুলকলি সমবায় সমিতির সভাপতি আরজেলা বেগম। সভা অনুষ্ঠিত ম মনপুরা (ভোলা) প্রতিনিধি ভোলার মনপুরায় জাতীয় সমবায় দিবস পালিত উপলক্ষে এক বর্ণাঢ্যর্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও পাঠান মো. সাইদুজ্জামান। উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা মো. মাহতাব উদ্দিন ভূঁইয়া অপু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার, মনপুরা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আমিমুল ইহসান জসিম, মনপুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইউসুফ মিয়া। পতাকা উত্তোলন ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটির্ যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন ইউএও মো. আরিফ আদনান। স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসিল্যান্ড নাবিলা ফেরদৌস, যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ, এসএফবিএফ ব্যবস্থাপক মাধক কুমার সরকার। কর্মিসভা ম সিলেট অফিস সিলেট মহানগর মহিলা দলের অন্তর্গত ৪নং ওয়ার্ড মহিলা দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নগরীর মজুমদারি এলাকায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপি সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণ ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) অঙ্গ সংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার ফলদা রাম সুন্দর উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক আখতার হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মিজানুর রহমান, উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা আখতারুজ্জামান, প্রধান শিক্ষক জাফর ইকবাল শাহিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রাজিয়া সুলতানা প্রমুখ। আলোচনা সভা ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি বিশ্বঅলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (কঃ) জ্যেষ্ঠ কন্যা শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগম (রা:)' স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ এশা গাউসিয়া হক ভান্ডারী খানকাহ্‌ শরীফের ব্যবস্থাপনায় প্রধান মেহমান ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি প্রকৌশলী কামালুর রহমান। বিশেষ মেহমান ছিলেন প্রকৌশলী আজিজুর রহমান প্রফেসর ড. জসিম উদ্দীন চৌধুরী, আলী হাছান ইবনু চৌধুরী। বক্তব্য রাখেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল ও ফজলুল হক ফজু। মতবিনিময় সভা ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের গুল মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রফেসর ডা. মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, ইউএনও মশিউজ্জামান, ক্রিকেট বোর্ডের পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খাঁন, পরিচালক মনজুরুল আলম মনজু প্রমুখ। নির্মাণকাজের উদ্বোধন ম নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্ট ও রিবাতের যৌথ উদ্যোগে উপজেলা ব্যাপী অজুখানা ও টিউবওয়েল নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার বুড়িশ্বর ইউপির বুড়িশ্বর উত্তর গ্রাম মসজিদ প্রাঙ্গণে ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা কাজি আবু আহমদ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারি অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক। সঞ্চালনায় ছিলেন বুড়িশ্বর উত্তর গ্রাম হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের ইমাম হাফেজ রায়হানুল হক। কর্মী সম্মেলন ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের নবাবগঞ্জে  উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে নবাবগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ডাকবাংলো চত্বরে  উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য নজরুল ইসলাম (ফতেহ), উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা। প্রশিক্ষণ উদ্বোধন ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি নারীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বেকার, দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ ৪ মাস মেয়াদি কোর্সের উদ্বোধন করা হয়েছে। রোববার জাতীয় মহিলা সংস্থা কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, পত্নীতলা প্রেস ক্লাবে সভাপতি বুলবুল চৌধুরী, প্রশিক্ষক বিলকিস বেগমসহ প্রশিক্ষণার্থীরা। মতবিনিময় সভা ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক, উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, সামাজিক সংগঠন, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মতবিনিময় সভা করেন। রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন, থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুক, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর, পরিসংখ্যান অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদসহ অনেকে। আলোচনা সভা \হবিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি বিশ্বম্ভরপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপেস্নক্সের ডাক্তার সুমন চন্দ্র বর্মন, বাদাঘাট দ. ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ শামসুল ইসলাম, থানার এসআই মতিয়ার রহমান, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সমবায়ী কৈশিক রানী দাস। পুরস্কার বিতরণ \হকটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে সমবায়ীদের একর্ যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জিলস্নুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. ওয়াহিদুজ্জামান। উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার মো. আজিজুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা সমাজসেবা অফিসার আবুল খায়েরসহ অনেকে। ফুটবল টুর্নামেন্ট ম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি বানারীপাড়ায় মেসার্স আশিক এন্টারপ্রাইজ আয়োজিত ওয়ালটন কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বানারীপাড়া হাই স্কুল মাঠে গত শনিবার বিকালে খেলার উদ্বোধন করেন বানারীপাড়া থানার ওসি মো. মোস্তাফা। মেসার্স আশিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও এসএস প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মো. কাওসার হোসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন কোম্পানির এরিয়া ম্যানেজার আবু সাঈদ অনিক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. সালাম। বর্ণাঢ্য শোভাযাত্রা ম নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এসিল্যান্ড রেজাউল করিম। আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) সাহাদাৎ হোসেন, ক্ষুদ্র কৃষক ও ফাউন্ডেশনের কর্মকর্তা এমরান হোসেন, সফল সমবায়ী আব্দুল আলিম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সভা অনুষ্ঠিত ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের সদরপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটার্ যালি বের হয়।র্ যালি শেষে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূর-এ এলাহীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও আল মামুন। আরও বক্তব্য রাখেন এসিল্যান্ড রুবানা তানজিন, উপজেলা প্রকৌশলী আ. মোমিন, ডা. সৌরভ চক্রবর্তী, বিআরডি চেয়ারম্যান রহিমা খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী খলিলুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. সাব্বির হাসানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা। কর্মী সমাবেশ ম সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠন আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সারিয়াকান্দি পাবলিক মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুর-এ আজম বাবুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির। দন্ত বিভাগ উদ্বোধন ম স্টাফ রিপোর্টার, নীলফামারী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চালু হলো এনসিসি কর্নার ও দন্ত বিভাগ। শনিবার রাত ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এগুলো উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. এ বি এম তানজিমুল হক, ডা. মহিমা রঞ্জন রায়, ডা. মো. সাকিব ওহাব, ডা. আসমা আক্তার রাবু প্রমুখ। নতুন কমিটি ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল বাংলাদেশ উপজেলা পরিষদ অফিস সহায়ক অ্যাসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলার ভূঞাপুর উপজেলা পরিষদের অফিস সহায়ক কামরুল হাসানকে সভাপতি ও বাসাইল উপজেলা পরিষদের অফিস সহায়ক বিশ্বজিৎ সরকারকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর আগে শনিবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রাইসুল ইসলাম সোহানের নির্দেশনায় ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন মাহবুব ওই নতুন কমিটির অনুমোদন দেন। সাইকেলর্ যালি ম ঝিনাইদহ প্রতিনিধি 'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংরাদেশ' সেস্নাগান নিয়ে ঝিনাইদহে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে দুর্নীতিবিরোধী সাইকেলর্ যালি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে রোববার সকালে শহরের পুরনো ডিসি কোর্ট চত্বরর্ যালিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন। পরে সেখানে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এর আগে পুরনো ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভা ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ ও সনাকের সভাপতি এম সাইফুল মাবুদ। মতবিনিময় সভা ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে চলমান পরিস্থিতি নিয়ে আইশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ। সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি আলামিন খানের সঞ্চালনায় এবং সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোলস্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়া, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন খান। ভাইফোটা উৎসব ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুর উপজেলায় রোববার হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে 'ভাইফোটা' অনুষ্ঠান পালিত হয়েছে। রশিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বীপক চন্দ্র জানান, পুরাণে উলেস্নখ আছে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পূজা করেন। ভাবিচা গ্রামের গৃহিণী ডেলা রানী জানান, ভাইকে বিপদ-আপদ থেকে রক্ষা করতে এদিন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোটা দেওয়া হয়। পবিত্র প্রামাণিক বলেন, ভাইফোটা শুধু পারিবারিক গন্ডির মধ্যেই নয়, এ উৎসবের মধ্য দিয়ে জাতি-ধর্ম-নির্বিশেষে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। সম্মেলন অনুষ্ঠিত ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি পৌরসভার সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আলেকজান্ডার কামিল মাদ্রাসা মাঠে পৌরসভা জামায়াতের আমির মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্ণীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূইয়া, বিশেষ অতিথি লক্ষ্ণীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এআর হাফিজ উলস্নাহ, জেলা জামায়াতের সেক্রেটারি মু ফারুক হোসেন নুরনবী, লক্ষ্ণীপুর জেলা জামায়াতের মজলিসে সুরা সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন, রামগতি উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম। বীজ বিতরণ ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাসায়নিক সার-বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্য উপকরণ বিতরণের এই উদ্বোধন করা হয়। বিতরণ অনুষ্ঠানে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর টিটিডিসি সোনালী ব্যাংক পিএলসি শাখা ম্যানেজার মামুনুর রশিদ প্রমুখ।