শ্রীপুরে 'সদাই'র যাত্রা শুরু
প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে জমকালো আয়োজনের মাধ্যমে প্রথম ও পূর্ণাঙ্গ ই-কমার্স পস্নাটফর্ম 'সদাই'র অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সোমবার দুপুরে পৌর শহরের মাওনা চৌরাস্তার স্টার রেস্তোরাঁয় কেক কেটে সদাইয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদাইয়ের ফাউন্ডার অ্যান্ড হেড অব বিজনেস রেজাউল করিম মেহেদী, সদাইয়ের কো-ফাউন্ডার অ্যান্ড ফাইন্যান্সিয়াল এডভাইজার আফসার উদ্দিন আহমেদ, সেন্ট্রাল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা স্যার সরোয়ার হোসেন, সদাইয়ের ফাউন্ডার অ্যান্ড লিগ্যাল এডভাইজার সামিয়া সুলতানা, ফাউন্ডার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোলার সাইফ রহমান বাঁধন প্রমুখ।
আয়োজক সূত্র জানায়, খাবার, কাঁচা বাজার, মাছ মাংস, শিশু খাদ্য, নিত্যপ্রয়োজনীয় সব আইটেমসহ ইলেকট্রনিক্স এবং স্থানীয় উদ্যোক্তাদের পণ্য ঝযড়ফধর এর নিজস্ব ধহফৎড়রফ, ওঙঝ বা বিনংরঃব এর মাধ্যমে অর্ডার গ্রহণ ও ৩০ থেকে ১২০ মিনিটের মধ্যেই ডেলিভারি প্রদান করতে সক্ষম।
সদাইয়ের ফাউন্ডার অ্যান্ড হেড অব বিজনেস রেজাউল করিম মেহেদী জানান, কর্মব্যস্ত মানুষের বাজার বা কেনাটার ঝামেলা থেকে স্বস্তি এবং শ্রীপুরের মানুষের জীবনযাত্রায় আধুনিকতা ও জীবনকে সহজ করতে ঝযড়ফধর একটি মুখ্য ভূমিকা পালন করবে।