টেকনাফে বাড়ি ফিরলেন অস্ত্রের মুখে জিম্মি হওয়া ৯ কৃষক
প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৭৪ হাজার টাকার বিনিময়ে ডাকাতের কবল থেকে বাড়িতে ফিরে আসেন ৯ কৃষক।
সোমবার সকাল ১০টায় ফিরে আসেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ভিকটিম আনোয়ার ইসলামের ভাই ছৈয়দ কামাল।
তিনি জানান, গত শনিবার সকালে উপজেলার হোয়াইক্যং করাচি পাড়ার পাহাড়সংলগ্ন এলাকায় ১০ কৃষক কৃষি কাজসহ পাহাড়ে লাকড়ি সংগ্রহ করছিলেন।
এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল ডাকাত অস্ত্রের মুখে ১০ জন কৃষককে ধরে নিয়ে যায়। পরে কৌশলে একজন কৃষক ওখান থেকে চলে আসেন।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, অপহৃত কৃষককে উদ্ধারে পুলিশ শুরু থেকে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। যার কারণে কৃষক ফিরে আসেন। ভিকটিমের পরিবার জানায় সোমবার সকালে তারা ফিরে আসেন।