সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বীজ বিতরণ
ম কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৪৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভুঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. আজহার মাহমুদ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, উপ-সহকারী কৃষি অফিসার আলতাব হোসেন, মইনুল ইসলাম ও আবু বকর সিদ্দিক।
সার বিতরণ
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষি বিভাগের উদ্যোগে রবি প্রণোদনার আওতায় ৬ সহস্রাধিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম প্রমুখ।
কুচকাওয়াজ অনুষ্ঠিত
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনানিবাসস্থ 'ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি)' রিক্রুট ব্যাচ-২০২৪ এর মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দীঘিনালা (এফএআরটিসি) প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে প্যারেডে সালাম গ্রহণ করেন প্রধান অতিথি ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান (এসপিপি, এনডিসি, পিএসসি) এবং ঊধ্বর্তন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও অন্য অতিথিরা।
সরিষা বীজ বিতরণ
ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির (২০২৪-২৫) আওতায় রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমন বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ আকন্দের পরিচালনায় বক্তব্য রাখেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উলস্নাহ্, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমান, উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি, প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কৃষক প্রতিনিধি ও আদর্শ কৃষক সংগঠক কামরুজ্জামান সবুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ।
প্রস্তুতিমূলক সভা
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপস্নব ও সংহতি দিবস' উদ্যাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বপন।
মেলার উদ্বোধন
ম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহারে তিন দিনব্যাপী কৃষিঋণ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন- প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নওগাঁ জোনাল অফিসের ডিজিএম রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. গোলাম রাব্বানী, মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন, (ওসি) আব্দুল মালেক প্রমুখ।
নতুন ইউএনও
ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলস্নব হোম দাস যোগদান করেছেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মদিবস শুরু করেন তিনি। এর আগে রোববার বিকাল ৫টায় বিদায়ী ইউএনও ফারজানা আক্তার মিতার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। সুনামগঞ্জ জেলার বাসিন্দা পলস্নব হোম দাস ইউএনও হিসেবে যোগদানের আগে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টও (এনডিসি) হিসেবে দায়িত্ব কর্মরত ছিলেন। তিনি ৩৫তম বিসিএস ক্যাডার।
সৌজন্য সাক্ষাৎ
ম স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর রোববার বিকালে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ে সাক্ষাৎকালে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শিক্ষা ও গবেষণা খাত উন্নয়নে সরকারিভাবে সহায়তা প্রদানে জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান। এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা ও গবেষণা খাতে উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশা্বস দেন।
সম্মাননা প্রদান
ম সিলেট অফিস
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলে জুলাই-আগস্টের আন্দোলনে লালবাজার, জালালাবাজার, হাসান মার্কেট, সিএনজি, রিকশাচালক, সবজি ব্যবসায়ীদের ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। সোমবার সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। জালালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমীর আলী। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাদি পাভেল, মহানগর বিএনপি নেতা আবুল কালাম।
সেগুন কাঠ জব্দ
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের লালুটিয়া রেঞ্জের সাঙ্গু বিটের অভিযানে প্রায় ৩৩ দশমিক ৫৮ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের দোহাজারী রেঞ্জের সাঙ্গু বনবিটের আওতাধীন গোলার পাহাড় এলাকায় সাঙ্গু বিট অফিসার সুদত্ত চাকমার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে পাচারকালে ঘটনাস্থল থেকে ১৫ টুকরা (৩৩.৫৮ ঘনফুট) সেগুন গোলকাঠ উদ্ধার করে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
পরিচিতি সভা
ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হোমনা উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে হেমনা সদরের পুরাতন বাসস্ট্যান্ডে সভায় হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিলস্না উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হোমনা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মোজাম্মেল হক (ভি.পি মুকুল), সিনিয় যুগ্ন আহ্বায়ক মো. জাকির হাসান, হোমনা পৌর বিএনপির আহ্বায়ক মো. ছানাউলস্না সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল লতিফ ও সদস্যসচিব নজরুল ইসলাম।
বৃত্তি প্রদান
ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি উপলক্ষে সেমিনার ও বৃত্তিপ্রাপ্তদের বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার সকালে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সেমিনারে টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাইখ আহম্মেদ রিংকু'র সভাপতিত্বে ও প্রভাষক জাকারিয়া লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টার ইউনিটের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মিফতাউল ইসলাম (মিলন)। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক মো. ফারুকুল ইসলাম ফারুক, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আ. রউফ উজ্জ্বল প্রমুখ।
নগদ অর্থ প্রদান
ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সাত হাজার ৩৭৫ জনকে শীতকালীন শাকসবজির বীজ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সিরাজ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন বাবলু।
সমাবেশ অনুষ্ঠিত
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে সমাবেশ করেছেন ১২-দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। শনিবার বিকাল ৫টার দিকে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, উপজেলা যুবদলের সদস্যসচিব আনিসুর রহমান খোকনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।