গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটির) শিক্ষার্থীর।
সোমবার বেলা ১১টায় গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে রাস্তার উভয় পাশে কয়েক কিলোমিটার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
তবে সড়কে দুর্ভোগের কথা ভেবে কিছু সময় যান চলাচলের সুযোগ করে ফের তারা সড়ক অবরোধ করে কর্মসূচি চালিয়ে নেন। এক পর্যায়ে দুপুর ১টার দিকে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি হয়।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো- স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপেস্নামাধারীদের দশম গ্রেড (দ্বিতীয় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে বিশ্বস্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হাড়ে পথ সৃজন পূর্বক দ্রম্নত নিয়োগের ব্যবস্থা করা। ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ আবার চালু করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধি ও স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করা।
এ ছাড়া ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সাইন্স অ্যান্ড টেকনোলজি নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা ও সেই বিশ্ববিদ্যালয়সহ অন্য সব আইএইচটির জন্য মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার পস্নান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ও ডিপেস্নামা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা, বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করা।
গাজীপুর আইএইচটির শিক্ষক শিক্ষার্থীরা জানান, কয়েক যুগ ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন মেডিকেল টেকনোলজিস্টরা। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে। বৈষম্য নিরসন করে দ্রম্নত দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলন করবে শিক্ষার্থীরা।