দিনাজপুরের পার্বতীপুরে ইউএনও'র অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এলাকাবাসী -যাযাদি
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। গত সোমবার উপজেলা চত্বরে সাধারণ নাগরিকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কৃষকদের বিতরণের জন্য পাট অধিদপ্তর সার ও বীজ প্রদান করে। সেই সার-বীজের ১৩টি বস্তা ওই ইউনিয়ন পরিষদ ভবনে রাখা ছিল। গত রোববার উপজেলা পাট অধিদপ্তরের সহকারী কর্মকর্তা অভিজিৎ সেই সার-বীজ ইউএনও ফাতেমা খাতুনের মৌখিক নির্দেশে ভ্যানে করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন। পথে এলাকাবাসী সেগুলো আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেগুলো উদ্ধার করে উপজেলা পাট অধিদপ্তরে পাঠায়।
এদিকে, সার-বীজ পাচারের প্রতিবাদে ও ইউএনও'র অপসারণ দাবিতে পরদিন সোমবার এই অবস্থান কর্মসূচি পালন করে এলাকাবাসী।