ব্রাহ্মণবাড়িয়ায় মামলা নিয়ে বাণিজ্য!

সাধারণ মানুষ আতঙ্কে পুলিশের সতর্ক বিজ্ঞপ্তি

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের হিড়িক পড়েছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক হত্যা ও বিস্ফোরক মামলা করা হচ্ছে। শুধু ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাতেই প্রায় একডজন হত্যা ও বিস্ফোরক এবং নাশকতার মামলা হয়। এছাড়াও আদালত ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্য থানায়ও মামলা হচ্ছে। প্রায় প্রতিটি মামলায় গড়ে দুই শতাধিক মানুষকে আসামি করা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, জাতীয় পার্টির সরকারের সময়কার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ প্রতিপক্ষের রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে আসামি করা হচ্ছে। এসব মামলায় জেলার কয়েকজন সাংবাদিককেও আসামি করা হয়। প্রবাসে থেকেও মামলার আসামি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের বাছির দুলাল এবং সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মো. রাসেল। এ অবস্থায় সাধারণ মানুষ মামলা আতঙ্কে ভুগছেন। কখন কার বিরুদ্ধে মামলা হয় এই আতঙ্কে তটস্থ সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, একটি প্রতারক চক্র মামলা হওয়ার আগেই শহরের বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে মামলার কপি বানিয়ে এসব ভুয়া মামলার কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। যাদের ওইসব ভুয়া মামলায় আসামি করা হয়, তাদের মামলার কপি দেওয়া হচ্ছে ম্যাসেঞ্জার ও হোয়াইসঅ্যাপে। পরে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে বিব্রত অবস্থায় পড়েছে পুলিশ। গত ২৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ পক্ষ থেকে ভুয়া প্রতারকদের কাছ থেকে জনগণকে সাবধান থাকার জন্য সতর্ক করেছে। সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। গত ২৯ অক্টোবর মঙ্গলবার বিকালে তিনি সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে আতঙ্কিত না হয়ে থানায় যোগাযোগ করার অনুরোধ জানান। পাশাপাশি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উলেস্নখ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি কম্পিউটার টাইপের মাধ্যমে ২০০-৩০০ বা তার অধিক ব্যক্তির নাম উলেস্নখ করে মামলার অভিযোগ লিখে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। মামলায় নাম ঢুকিয়ে দেওয়া ও মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে টাকা-পয়সা আদায়সহ জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। এ ধরনের অভিযোগ দেখে আতঙ্কিত হয়ে টাকা-পয়সা লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানান ওসি। বিজ্ঞপ্তিতে ওসি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অভিযোগ/এজাহার প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতারকদের বিষয়ে তথ্য দিতে যোগাযোগ ০১৩২০-১১৪৯৮১ (অফিসার ইনচার্জ, সদর মডেল থানা), ০১৩২০-১১৪৯৮৬ (ডিউটি অফিসার) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। উলেস্নখ্য, ৫ আগস্টের পর গত প্রায় ৩ মাসে ব্রাহ্মণবাড়িয়ায় হওয়া বিভিন্ন মামলা নিয়ে বাণিজ্যের এই অভিযোগ আলোচিত। গত ২৮ অক্টোবর ৩৫০ জনের নামে একটি এবং ২৫ অক্টোবর ২৪০ জনের নামে আরও দুটি মামলা হয়। এসব মামলা রুজু হওয়ার আগেই মানুষের মুখে মুখে মামলার কথা চাউর ছিল।