গৌরীপুরে অল্পের জন্য রক্ষা পেল বিজয় এক্সপ্রেস ও হাজারো যাত্রী!

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
চট্টগ্রাম-জামালপুর রেলপথের ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ২নং রেলক্রসিং এলাকায় রেলওয়ের আউটার সিগন্যালের সন্নিকটে শনিবার গেইটম্যানের বিচক্ষণতায় অল্পের জন্য রক্ষা পেল বিজয় এক্সপ্রেস ও যাত্রীরা। গেইটম্যান আমির হোসেন জানান, বিজয় এক্সপ্রেস আসার পূর্বমুহূর্তে রেল লাইনের ওপরে ইট বোঝাই লড়ি বিকল হয়ে আটকে পড়ে। এ সময় ট্রেন আসতে থাকায় দৌড়ে লাল নিশান উড়িয়ে ট্রেনটিকে থামান। ২০২১ সালেও এ রকম দুর্ঘটনার শিকার হন। তিনি কুমিলস্না জেলার চৌদ্দগ্রাম উপজেলার আগদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। দুর্ঘটনার শিকার ট্রাকের ড্রাইভার গোলকপুর গ্রামের আজমত আলীর ছেলে তাইজুল ইসলাম সাইমন জানান, গাঁওগৌরীপুর ইটভাটা থেকে ইট নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলাম। ২নং রেলক্রসিং অতিক্রমের সময় লড়ি ট্রাক্টরের ইঞ্জিন ছিটকে যায়, আর ইটবোঝাই ট্রাকের বডি ছিল রেললাইনের ওপরে। গেটম্যান অনেকটা সামনে এগিয়ে গিয়ে লালনিশান উড়িয়ে এক্সপ্রেস ট্রেন থামান। গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি।