আড়াইহাজারে দুর্বৃত্তরা কেটে ফেলেছে ১২০টি লাউ গাছ

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সবজি চাষে বিপস্নব ঘটানো সরকারি পুরস্কার পাওয়া শফিকুলের ১৫ শতাংশ জমির ১২০টি লাউগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে উপজেলার হাইজাদী ইউনিয়নের সরাবদী এলাকায়। প্রসঙ্গত, ৭ বছর ধরে সবজি চাষ করে এবং দেশের বিভিন্ন এলাকায় তার চাষ করা সবজি পাইকারি বিক্রি করে সফলতা অর্জন করেন ও সরকারিভাবে পুরস্কৃত হন যুবক শফিকুল। এ মৌসুমে তার ১৫ শতাংশ জমির ফলন হওয়া লাউ বিক্রি করে প্রায় লক্ষাধিক টাকা আয় হতো বলে শফিকুল জানান।