চৌদ্দগ্রামে শ্রমিকদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রামে পৌর শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় অভিযুক্ত দুই যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌরসভা বিএনপির একাংশের নেতাকর্মীরা এই সংবাদ সম্মেলন করেন। তবে চৌদ্দগ্রাম থানার ওসি দাবি করেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে বিএনপির দুই নেতার মধ্যে বাকবিতন্ডা হয়। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় শ্রমিকদল নেতা মোস্তাফিজুর রহমানকে পুলিশি হেফাজতে নিয়ে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়েছে।
পৌর সভাপতি মোস্তাফিজুর রহমান দাবি করেন, গত কয়েকদিন আগে পৌর বিএনপি ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী চৌদ্দগ্রাম থানার দীঘি থেকে নিয়ম বহির্ভূতভাবে মাছ শিকার করেন। এর প্রতিবাদ করায় গত সোমবার রাতে চৌদ্দগ্রাম বাজারে মোস্তাফিজুরের ওপর অতর্কিত হামলা চালান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন ও যুবদল নেতা হাসান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল হক প্রমুখ।