বগুড়ায় মাদক ও প্রাইভেটকারসহ ৩ কারবারি গ্রেপ্তার
প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার,বগুড়া
বগুড়ায়র্ যাব-১২ এর অভিযানে ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ তিন মাদককারবারি গ্রেপ্তার হয়েছে। গত সোমবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের টিএমএসএস হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রবিউল আলম (৩৯), শামিম হোসেন (২৮) ও আলিম উদ্দিন (৫০)।
র্
যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মহসড়কের ওই স্থানে তলস্নাশি অভিযান চালান হয়। এ সময় প্রাইভেটকারের পেছনে বিশেষ অবস্থায় ৩টি ব্যাগে রাখা ৫০৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ সময় মাদকবহনকারী ৩ জনকে আটক করা হয়। পরে তাদের নামে থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।