'ভালো থাকার জন্য বই পড়া দরকার'

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
'ভালো থাকার জন্য বই পড়া দরকার'- বলে মন্তব্য করেছেন নওগাঁর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রাজশাহী বিভাগের তরফদার মো. আক্তার জামিল। তিনি মঙ্গলবার জেলার নিয়ামতপুর উপজেলার সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বই পড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বই মানুষকে পরিচ্ছন্ন আর সঠিক পথে পরিচালিত করে। বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সবাইকে আগ্রহী করতে হবে। প্রত্যেক বিদ্যালয়ে এমন বই পড়া কর্মসূচি নিয়মিত চালু করতে হবে। ছাত্র-ছাত্রীদের সৃজনশীল হতে হবে। আর সৃজনশীল হতে হলে পাঠ্যপুস্তক ছাড়াও বিভিন্ন মনীষী সম্পর্কে, উপন্যাস, পত্রিকা পড়ার ওপর জোর দিতে হবে। সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইমতিয়াজ মোরশেদ। এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জাকির হোসেন, নবম শ্রেণির ছাত্রী খাদিজা আফসীন প্রমুখ।