বাজিতপুর পৌর কবরস্থান রাস্তার বেহাল অবস্থা

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার পৌর কবরস্থানের রাস্তাটি কয়েক দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পৌর কবরস্থানটি ০৪ নং ওয়ার্ডের অন্তরগত মিরারবন্ধ গ্রামে অবস্থিত। বাজিতপুর পৌর শহরে বিভিন্ন গ্রাম ও পার্শ্ববতী এলাকার মৃত দেহকে কবরস্থ করা হয়। বৃষ্টির সময় কর্দমাক্ত রাস্তা দিয়ে আসা যাওয়া করা খুবই কষ্টকর হয়ে পড়ে। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে কবরস্থান ও তার পার্শবর্তী মসজিদে আসা যাওয়া করা খুবই কঠিন। বর্ষাকালে এই রাস্তা দিয়ে মৃতদেহ দাফন ও কবর জিয়ারত করতে মুসলিস্নরা আসা ও যাওয়ায় চরম দুর্ভোগ পোহান। বিগত সময় জনপ্রতিনিধিরা রাস্তাটি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তাবে তা কখনো দেখা যায়নি। এর ফলে এলাকাবাসীর ভোগান্তির যেন শেষ নেই। জনসাধারণের দীর্ঘদিনের দাবি মিরারবন্ধ কবরস্থানের রাস্তাটি যেন সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হয়। এ জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।