শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
প্রকাশ | ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জে রায়গঞ্জে উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কেএম ফজলুল হকের (৫০) বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানির বিষয়ে প্রতিকার চেয়ে ইউএনও বরাবর বুধবার লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর বাবা আলাউদ্দিন মন্ডল।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলু বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ১৩ বয়সের কিশোরীকে গত ২ নভেম্বর শ্রেণিকক্ষে একা পেয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। এতে ওই শিক্ষার্থী বাধা দিলে তাকে নানা ভয়ভীতি দেখান।
এ ঘটনায় প্রতিকার চেয়ে শিক্ষার্থী ও তার বাবা আলাউদ্দিন প্রধান শিক্ষক এবং ইউএনও বরবার লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত সহকারী শিক্ষক কেএম ফজলুল হকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক গকুল চন্দ্র জানান, এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'