তিন জেলার সড়কে আরও ৩ জনের প্রাণহানি

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিক্ষক, কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক চাপায় নারী ও কুমিলস্নার মুরাদনগরে বৃদ্ধের মৃতু্য হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- সাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকার আব্দুর রহমান কলেজের সামনে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর এসআই বিশ্বজিৎ সরকার জানান, ভোর ৫টায় পাটকেলঘাটাগামী একটি মোটর সাইকেল সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃতু্য হয়। নিহতরা হলেন- মোটর সাইকেল চালক যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), মোটর সাইকেল আরোহী সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরা জেলার তালা থানার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও ভূঞাপুর প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকায় বৃহস্পতিবার ট্রাকের সরেঙ্গ সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলীম (৫০) নামে কিন্ডারগার্টেনের এক শিক্ষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কয়েকজন আহত হন। নিহত শিক্ষক ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে। তিনি ভূঞাপুর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক। প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক মাহমুদুল হাসান ও শফিউর রহমান জানান, আব্দুল আলীম সকালে টাঙ্গাইল শহরের বাসা থেকে ভূঞাপুরে কর্মস্থলে আসছিলেন। পথে রসুলপুর এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলে মারা যান। ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরবে দুর্জয় মোড় এলাকায় মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন মোটর সাইকেল আরোহী রেহেনা আক্তার রিমা (৩৫) নামের এক নারী। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভেংরুলা ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, কয়েকদিন একমাত্র কন্যা সন্তান আতিয়া ইবনাত (০৯) তার দাদা বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভেংরুলা ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বেড়াতে যায়। সন্তানকে সেখান থেকে আনতে যাচ্ছিলেন ওই নারী। সকালে স্বামীর সঙ্গে মোটর সাইকেলে দুর্জয় মোড় বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। সে সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের বাস টার্মিনালের সামনে সিলেটমুখী একটি মালবাহী ট্রাকে ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই নারী। মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় ফুল মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। এ ঘটনায় চালক ও মাইক্রোবাসটিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। গত বুধবার উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। ফুল মিয়া উপজেলা সদরের মধ্যনগর গ্রামের মৃত সাজত আলির ছেলে। আটক চালক মুরাদনগর উপজেলা সদরের নূরুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৫)। জানা যায়, করিমপুর বাজার এলাকায় ফুল মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস দ্রম্নত গতিতে যাওয়ার পথে তাকে চাপা দিলে ঘটনারস্থলেই তিনি মারা যান।